Header Ads

  • সর্বশেষ খবর

    বাঘায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর শাখা প্রতিষ্ঠার দাবি জানিয়ে সূধী সমাবেশ করেছে ব্যবসায়ী!



    বাঘা (রাজশাহী ) প্রতিনিধি ঃ
    অর্থনৈতিক এলাকাখ্যাত ও কৃষিপ্রধান অঞ্চল,রাজশাহীর ঐতিহাসিক বাঘায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর শাখা প্রতিষ্ঠার দাবি জানিয়ে সমাবেশ করেছে ব্যবসায়ী, কৃষকসহ সকল শ্রেণী পেশার মানুষ। ব্যাংক ব্যবস্থাপনার নির্দেশে দু’জন কর্মকর্তা ব্যাংকের এজেন্ট  ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য পরিদর্শনে এলে স্থানীয়রা এজেন্ট ব্যাংকের পরিবর্তে বাঘায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর  শাখার স্থাপনের জন্য দাবি জানান। সমাবেশে বক্তব্যকালে বক্তারা বলেন,বাঘায় শাখা স্থাপন করা হলে শুধু গ্রাহকরাই লাভবান হবেনা,ব্যাংকও অধিকাংশে লাভবান হবে।
    জনতার দাবির প্রেক্ষিতে পরিদর্শনে আসা ব্যাংকের বানেশ্বর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন, আব্দুল্লাহ আল মাসুদ, প্রিন্সিপাল অফিসার মুক্তার আলী,সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে এজেন্ট  ব্যাংকিং এর পরিবর্তে শাখা স্থাপনের আশ্বাস দেন।
    শনিবার (৩১-৮-১৯) বিকেলে বাঘা শাহি মসজিদ সংলগ্ন এলাকায় এই দাবিতে সুধি সমাবেশের আয়োজন করা হয়। শিক্ষক দেলোয়ার হোসেনের পরিচালনায় শাখা স্থাপনের দাবিতে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী ও আ’লীগ নেতা মামুন হোসেন, ডাঃ মুক্তার বারি, ঠিকাদার আখতার রহমান,  অবসরপ্রাপ্ত ব্যাংক অফিসার, মোহাম্মদ আলী শিক্ষক সাজেদুর রহমান, ব্যবসায়ী কামরুল হাসান, সেকেন্দার আলী,আঃ মান্নান, নাজমুল হোসেন, সাংবাদিক নাজিম উদ্দীন।##
     আব্দুল লতিফ মিঞা,
    বাঘা,রাজশাহী,তাং-৩১-৮-১৯
    মোবাঃ-০১৭১৫৫৫১০০৪

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728