বাঘায় সাব রেজিষ্ট্রারের বিদায় ও বরণ
বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় সাব রেজিষ্ট্রি অফিসের সাব রেজিষ্ট্রার ও পেশকারের বিদায় এবং নবাগত সাব রেজিষ্ট্রারের বরণ অনুষ্ঠান দলিল লেখক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯-০২-২০২০) দলিল লেখক সমিতি ও সাব রেজিষ্ট্রার অফিসের যৌথ আয়োজনে সংবর্ধনা দেওয়া হয় বিদায়ী সাব রেজিষ্ট্রার তিথি রানি মন্ডল ও পেশকার হুমায়ন কবিরকে এবং নবাগত সাব রেজিষ্ট্রার সাকিব হাসান শরীফকে। তাদের হাতে উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল লতিফ। দলিল লেখক সমিতির সাবেক সভাপতি জহুরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দ্রীয় কার্যকরি কমিটির সদস্য (জাসস,ইনু), দলিল লেখক সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর রহমান পিন্টু,কপিষ্ট আজহারুল ইসলাম,দলিল লেখক জোনাব আলী প্রমুখ। উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির প্রবীণ সদস্য আমিরুল ইসলাম (আমির),নবীন সদস্য উম্মত আলী,মনিরুল ইসলাম, মাসুদ রানা ও অন্তরসহ সমিতির সকল দলিল লেকক।
No comments