চারঘাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে আশ্রয় দিয়ে বেকায়দায় আশ্রয়দাতা
আব্দুল মতিন, চারঘাট:
রাজশাহীর চারঘাট উপজেলায় পঞ্চাশোর্ধ বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে আশ্রয় দিয়ে চরম বেকায়দায় পড়েছেন আশ্রয়দাতা। কুড়িয়ে পাওয়া ওই নারীর ঠিকানা গত দেড় মাস ধরে বিভিন্ন জায়গায় খোজ করেও সন্ধান না পায়নি আশ্রয়দাতা। স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও বুদ্ধি প্রতিবন্ধী নারীর বিষয়ে কেউ এগিয়ে আসেনি। ফলে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন বুদ্ধি প্রতিবন্ধী ওই নারী। তবে ওই নারী নিজের নাম কখনও ময়না, স্বামীর নাম তবির আলী, নাতী বাবু, জিহাদ, ওবাইদুল বলে কান্নায় ভেঙ্গে পড়ছেন।
জানা যায়, চলতি বছরের জানুয়ারী মাসের ৬ তারিখে সকাল সাত টার দিকে চারঘাট উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের ডাকরা এলাকায় রাস্তার ধারে আগুন জ্বালিয়ে শীত নিবারন করছিলেন, ওই এলাকার আব্দুল জব্বার আলীর ছেলে নজরুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি। এসময় ওই রাস্তা দিয়ে শাড়ী ও কমলা রংয়ের সোয়েটার পড়ে পঞ্চাশোর্ধ এক নারী কাদতে কাদতে হেটে যাচ্ছিল। নজরুলসহ উপস্থিত লোকজন ওই নারীকে থামিয়ে তার পরিচয় জানতে চাইলে ওই নারী নিজের নাম ময়না, স্বামীর নাম তবির, নাতী বাবু, জিহাদ ওবাইদুল বলে আবারো কাদতে থাকেন।
এসময় নজরুল ইসলাম ওই নারীকে আশ্রয় দিয়ে নিজের বাড়ীতে নিয়ে গিয়ে খাবার খেতে দিলে ওই নারী বলে আমি বাড়ীতে যাব। নাতী বাবু, ওবাইদুল বলে আবারো কান্নায় ভেঙ্গে পড়েন। পরে স্থানীয় চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিকে জানালে সকলেই ওই নারীর পরিচয় জানার চেষ্টা করেন। এরপর আশ্রয়দাতা নজরুল ওই নারীর ছবি নিয়ে বিভিন্ন জায়গায় খোজ করেও নারীর ঠিকানা খজে পায়নি। ফলে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন আশ্রয়দাতা।
No comments