করোনা ভাইরাসের ঝুকি মোকাবেলায় রাজশাহীতে ভিবিডি’র সচেতনতামুলক প্রচার অভিযান।
রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশে স্বাস্থ্যসেবা সম্পর্কে আমরা অনেকেই ওয়াকিবহাল নই এমনকি জনস্বাস্থ্য ঝুঁকির ব্যপারেও আমরা প্রায়শই উদাসীন। তাই করোনা ভাইরাস এর ঝুঁকি মোকাবেলায় রাজশাহীবাসীকে সচেতন করতে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) রাজশাহী জেলা একটি সচেতনতামূলক প্রচারাভিযান "Shield Against Ailment" প্রোজেক্ট হাতে নিয়েছে।
সাধারণ মানুষকে সচেতন করতে আজ বৃহঃবার রেলগেট হতে রেলস্টেশন পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে ভিবিডি রাজশাহী জেলার কয়েকটি টিম এ কার্যক্রম পরিচালনা করে। যেখানে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে স্টেশনে অপেক্ষমান আন্তঃনগর ট্রেনসমূহেও নিরাপত্তামূলক প্রচারণা চালানো হয় এবং রেল এর বিভিন্ন দায়িত্বে কর্মরত কর্মীদের মধ্যেও মাস্ক বিতরণ করা হয়।
ভিবিডি এর এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন রেলস্টেশন এর আপেক্ষমান যাত্রী ও সাধারন মানুষ। প্রশ্নের উত্তরে এক যাত্রী বলেন, হটাৎ করেই চীনে উতপত্তি হয় এর ভাইরাস যেখানে অনেক মানুষ নিহত হয়েছে এবং আক্রান্ত এর সংখা কয়েক হাজার পেরিয়েছ। আমাদের দেশ এ আতংকের বাহিরে নয়। যেহেতু এই ভাইরাস এর প্রতিষেধ এখনো বের হয়নি তাই আমাদের সচেতন থাকা অতীব জরুরী।
সন্ধ্যে থেকে প্রায় রাত ৯ টা পর্যন্ত চলে এই সচেতনতামূলক কার্যক্রম। এমন কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং সকলে যে যার জায়গা থেকে এই উদ্যোগের সাথে শামিল হবার আশাবাদ ব্যক্ত করেন ভিবিডি রাজশাহী জেলার স্বেচ্ছাসেবীরা।
No comments