Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটের সাফি উল্লাহ্’র উপন্যাস একুশে বইমেলায় !


    নিজস্ব প্রতিবেদক :
    রাজশাহীর চারঘাটের তরুণ কথাসাহিত্যিক সাফি উল্লাহ্’র প্রথম উপন্যাস ‘নরকে আজ বৃষ্টি হলো’ অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এ প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ, প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। উপন্যাসটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ নম্বর প্যাভিলিয়নে, বইটির মূল্য ১৮০ টাকা।

    ‘নরকে আজ বৃষ্টি হলো’ উপন্যাস সম্পর্কে লেখক বলেন, “দেশের প্রায় সব নারীকেই এমন এক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠতে হয় যা তার কাছে নরকের মতো অসহনীয়। এমন জীবনেও কখনো কখনো আসে এক পশলা বৃষ্টি। এমনই এক নারীর দিনলিপি লেখার চেষ্টা করেছি উপন্যাসে যা দিয়ে একটা নারীর সত্যিকার ভুবন চেনা যাবে।”

    তিনি আরো বলেন, “নিরা নামক নারী চরিত্র শৈশবে এমন কিছু অভিজ্ঞতা অর্জন করেছে যা তার পরিণত বয়সে প্রভাব ফেলেছে। সেসব গল্পও তুলে ধরেছি। আমি মূলত জীবনকে অনুবাদ করার চেষ্টা করেছি। এখানে অতিরঞ্জিত কিছুই রাখিনি।”

    ২০১৬ সালে ‘সাত নম্বর বাস’ ও ২০১৮ সালে ‘গল্পগুলোর অর্থ নেই’ শিরোনামে সাফি উল্লাহ্’র দুটি বই প্রকাশিত হয়েছে। সাহিত্যের ছোট কাগজ ‘চোখ’-এর সহযোগী সম্পাদক ও ম্যাগাজিন ‘অভিযাত্রা’র সম্পাদক হিসেবেও কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত গল্প, প্রবন্ধ ও অনুদিত লেখা প্রকাশিত হচ্ছে।

    ঔপন্যাসিক সাফি উল্লাহ্’র জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীর চারঘাট উপজেলার মুংলী গ্রামে। সরদহ মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। সেখান থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728