Header Ads

  • সর্বশেষ খবর

    কলকাতায় আর্ন্তজাতিক চিত্র প্রর্দশনী ক্রীয়েশন


    কলকাতা প্রতিনিধি :

    শেষ হলো প্রগতি আয়োজিত ইন্ডিয়া ক্রিয়েশন শিরোনামে আন্তর্জাতিক চিত্র, আলোকচিত্র ও ভাস্কর্য প্রদর্শনী। আইসিসিআর, নন্দলাল বসু গ্যালারি কলকাতায় গত ৫ ফেব্রুয়ারি প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় আন্তর্জাতিক এই প্রদর্শনীর।

    প্রদর্শনীর উদ্বোধন করেন স্বনামধন্য ভাস্কর নিরঞ্জন প্রধান, ভাস্কর ও শিল্প সমালোচক দেবব্রত চক্রবর্তী। প্রদর্শনীতে দুইবাংলার একত্রিশ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পায়।

    এই প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন পাঁচ জন চিত্রশিল্পী এবং ভারতীয় ছাব্বিশ জন চিত্রশিল্পী সমিয়া বিনতে হাসান, সুস্মিতা দাস দেওয়ান, প্রদীপ্ত বালা, বজলে রাব্বি,কিউরেটর শারমিন রহমান।

    প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে শিল্পী শারমিন বলেন, ‘বাংলাদেশের চিত্র কর্মগুলো কলকাতার শিল্পীদের পরিচয় করে দেওয়াই এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য। আর শিল্প ও শিল্পীর এ ভাবনা বিনিময়ের মাধ্যমে দুইবাংলার মেলবন্ধন সুন্দর ও দৃঢ়তম হবে বলে বিশ্বাস করি।’

    তবে ভারতীয় শিল্পীদের কাজের মধ্যে থেকে লাইমী গাগুুলী তার রং তুলি দিয়ে ফুটিয়ে তুলেছেন বর্তমান অস্থির সময়ের সর্ব ধর্ম সম্নয় এবং শান্তীর বার্তা।
    মানুষের মধ্যে ধর্ম বিভেদ যেনো না আসে এবং শান্তীর বার্তা বয়েআনাটাই এই চিত্রকলার মূল বিষয় বস্তুু।

    তবে সাম্প্রদায়ীক অপশক্তির বিরুদ্ধে রুখেদারাতে এই বিষয় বস্তুুটি কৃত্রীত্বের দাবি রাখে।

    তিনদিনব্যাপী চলা এ প্রদর্শনীতে স্থান পায় ৬৭টি চিত্রকর্ম, ৯টি ভাস্কর্য ও আটটি আলোকচিত্র।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728