বাঘা উপজেলা রুস্তমপুর অসহায়দের মাঝে মাক্স বিতরণ করেন যুবলীগের সভাপতি আহসান হাবীব জনি
নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন বাঘা উপজেলার যুবলীগের সভাপতি আহসান হাবিব ( জনি) ও মুস্তাফিজুর রহমান (সাগর) । তিনি নিজে আড়ানী পৌরসভা রুস্তমপুর ৯নং ওয়ার্ড প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে জননেতা মোঃ মুক্তার আলী মেয়র এর দেওয়া মাস্ক বিতরন করছেন।
সোমবার যুবলীগের সভাপতি আহসান হাবিব জনির নেতৃত্বে যুবলীগের সদস্যগণ রুস্তমপুর পৌরসভার ৯নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় প্রচারনা ও মাস্ক বিতরন করেন। এ সময় প্রতিটি মসজিদে গিয়ে মজসিদের মুসল্লিদের মাস্ক দেওয়া হয় ও করোনা ভাইরাস থেকে সচেতন করা হয়।
আড়ানী পৌরসভা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আহসান হাবিব জনির বলেন, রুস্তমপুর পৌরসভা ৯নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় অসহায়দের কাছে জননেতা মোঃ মুক্তার আলী মেয়রের দেওয়া মাস্ক পৌছে দিয়েছি।। পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। আড়ানী পৌরসভা রুস্তমপুর ৯নং ওয়ার্ড এর যুবলীগের এ প্রচারনা ও মাস্ক বিতরন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

No comments