চারঘাটে ইউনিয়নে জীবানুনাশক স্প্রে করছেন হাফিজুর রহমান
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপী মহামারী আকার ধারণকারী করোনায় আতঙ্কিত পুরো বিশ্ব। যার কোন ধরনের প্রতিষেধক এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে মরণঘাতী এই ভাইরাস প্রতিরোধের এখন পর্যন্ত একমাত্র উপায় হচ্ছে সচেতনতা।
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য কাজ করছেন চারঘাট উপজেলার সদর ইউনিয়নের তরুন আ'লীগ নেতা হাফিজুর রহমান পিকলু।
গতকাল রবিবার সকালে চারঘাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা, মসজিদ, বাড়ি-ঘর, দোকান, যানবাহন ও বিভিন্ন স্থানগুলোতে জীবাণুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত (ক্যালসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইপো- ক্লোরাইড) পানি দিয়ে নিজ উদ্যোগে স্প্রে করে দিয়েছেন হাফিজুর রহমান পিকলু।
এছাড়াও বিভিন্ন এলাকার সড়কে অবস্থান করে পরিচ্ছন্ন কর্মীদের দিয়ে এই জীবাণুনাশক স্প্রে ছিটান ও জীবাণুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত (ক্যালসিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম হাইপো- ক্লোরাইড) পানি এলাকার জনগণের বাড়িতে বাড়িতে বোতল দিয়ে পাঠিয়ে দেন কাউন্সিলর,যাতে মানুষ তাদের বাড়ি ঘরেতে ছিটায়।
এর আগে ওর্য়াডের বিভিন্ন এলাকায় সচেতনমূলক লিফলেট বিতরণ ও অনেক জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা করেন করেন তিনি।
মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য জানিয়ে হাফিজুর রহমান বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা আরও এগিয়ে যাব।

No comments