Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট ও গণজমায়েত বন্ধ


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    করোনাভাইরাস প্রতিরোধে বুধবার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য রাজশাহী চারঘাট উপজেলার সকল দোকানপাট ও সাপ্তাহিক হাটবাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সামিরা এই আদেশ জারি করেন।

    বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার জানান, করোনাভাইরাসের কারণে গণজমায়েত এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক হাটগুলো বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমলগুলোও বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান খোলা থাকবে। তিনি আরো বলেন, আমরা চাই কোনো সাধারণ মানুষ ঘরের বাইরে না থাকুক। সকলের সহযোগিতা নিয়ে করোনাভাইরাস মোকাবেলা করতে চাই। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।

    এর আগে চারঘাট বাজারে মাইকিং করে জানানো হয়, ২৫ মার্চ বুধবার থেকে উপজেলার সকল দোকান ও সাপ্তাহিক হাট বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বুধবার দুপুর থেকে “করোনা ভাইরাস আতঙ্ক ও গুজব নয়, পরিচ্ছন্ন ও সতর্কতা করোনা ভাইরাস প্রতিরোধের উপায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চারঘাটে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার প্রতিটি এলাকায় সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে চারঘাট মডেল থানা পুলিশ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728