Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে দোকানপাট বন্ধ, রাস্তাঘাট প্রায় জনশূন্য


    আব্দুল মতিন, চারঘাট:
    রাজশাহী জেলার চারঘাট উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দোকানপাট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। একই সাথে সাপ্তাহিক হাট-বাজারও বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার চারঘাট পৌর শহরে ঘুরে দেখা যায় দোকানপাট বন্ধ রয়েছে।
    শুধু ঔষধের দোকান, কাচাঁবাজার, মুদিখানা খোলা রয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলায় মাইকিং ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেছে উপজেলা প্রশাসন। দেশে করোনাভাইরাসের বিস্তৃতি মোকাবেলায় সরকার ইতোমধ্যে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে।
    এর প্রেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসক জনসাধারণকে অতিজরুরি যেমন- খাদ্য ও ঔষধ ক্রয়, চিকিৎসা ছাড়া কোনোভাবেই বাড়ি থেকে না বের হতে গণবিজ্ঞপ্তি জারি করেছে। চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা জানান, করোনা মহামারী মোকাবেলায় সংক্রমণ ঠেকাতে উপজেলার সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। সাপ্তাহিক হাট ও পশুর হাটগুলোও বন্ধ থাকবে।
    তবে জনসমাগম পরিহার করে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় বিক্রয় করা যাবে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে তিনি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728