Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে সীমিত আকারে স্বাধীনতা দিবস উদযাপিত


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    আজ বৃহস্পতিবার, মহান স্বাধীনতা দিবস। করোনাভাইরাসের কারণে এদিন রাজশাহীর চারঘাটে অত্যন্ত সীমিত আকারে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ৩১ বার তপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়।

    এরপর শুধু জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণের মধ্যেই আনুষ্ঠানিকতা সীমাবদ্ধ ছিল। চারঘাট উপজেলা চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফকরুল ইসলাম।

    এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলমাছ হেসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

    সালাম প্রদর্শন করেন চারঘাট মডেল থানার পুলিশ দল।

    এছাড়া জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত কর্মকর্তারা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

    চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা বলেন, করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে সরকারি নির্দেশে শুধু জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।

    প্রসঙ্গত, প্রাণঘাতী এ ভাইরাসের কারণে এবারের স্বাধীনতা দিবস সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। পুষ্পস্তবক অর্পণ ও শিশু-কিশোরদের প্যারেডসহ জনসমাগম হতে পারে এমন সকল আনুষ্ঠানিকতা বাতিল করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728