Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে সেনাবাহিনীর টহল ও জিবানুনাশক স্প্রে


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীর চারঘাটে মাঠে নেমেছে সেনাবাহিনী। মাইকিং করে জরুরী কাজ ছাড়া বাড়ীর বাইরে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন তারা।

    জরুরী কাজে যারা বাইরে বের হচ্ছেন তাদের নিরাপত্তার স্বার্থে মাস্ক ব্যবহার করে নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলতে বলা হচ্ছে। নিজের এবং পরিবার তথা সমাজের সামগ্রীক স্বার্থে সবাইকে নিরাপদে থাকার আহ্বান সেনাবাহিনীর।

    শনিবার দুপুরের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল চারঘাট বাজারে মাইকিং করে এমন আহ্বান জানান। জানা যায়, দুপুরের দিকে সেনাবাহিনীর মেজর সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল চারঘাট বাজারের বিভিন্ন ঔষধের দোকান, খাবার দোকানসহ কাচা বাজারে মাইকিং করে নিরাপদ দুরুত্ব বজায় রেখে জনগনকে সার্বিক ভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।

    এছাড়াও জরুরী কাজ ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়। অপর দিকে উপজেলার ১৪ টি হোম কোয়ারেন্টিনে থাকা বাড়ী গুলো পরিদর্শন করে সেনাবাহিনীর দল। এসময় সেনাবাহিনীর সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন জায়গায় জীবানু নাশক স্প্রে করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা জানান, কোথাও যেন জনসমাগম না হয় বা অযথা বাহিরে না বের হয়ে বাড়িতে অবস্থান করে সে বিষয়ে তারা নজরদারি করছেন।মানুষকে করোনা সম্পর্কে বোঝাচ্ছেন তারা।

    তিনি আরো বলেন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে বাড়িতে নিজে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728