Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে মুখ বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার


    স্টাফ রিপোর্টার, চারঘাট:
    রাজশাহীর চারঘাটে মুখ বাঁধা অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।শুক্রবার (২৭ মার্চ) সকাল প্রায় ১০ টার দিকে চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের মধ্যপাড়ার দুই আমবাগানের নালা থেকে এই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশের প্রায় ৬ ফুট  দুরে ১ টি মোবাইল ও কিছু টাকা দেখতে পাওয়া যায়।

    মৃত এই নারীর নাম আকলিমা বেগম(৫৩)। মৃত এই নারী উপজেলার মাড়িয়া গ্রামের মৃত কাশেম মন্ডলের স্ত্রী। তার স্বামী প্রায় ৫ বছর আগে মারা গিয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

    মৃত আকলিমা বেগমের দুইটা মেয়ে ও একটি ছেলে। একমাত্র ছেলে জার্মান আলী পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে প্রায় ৫-৭  বছর আগে। যার কারনে মৃত আকলিমা বাড়িতে একাই বসবাস করতেন।  তার প্রায়  সাড়ে ৩ বিঘা জমি রয়েছে সেগুলো দেখাশুনা করে সংসার চালাতো মৃত এই নারী।

    এলাকাবাসীরা জানায়,সকাল সাড়ে ৮ টার দিকে মৃত ব্যক্তির প্রতিবেশি মান্নানের স্ত্রী ঐ আমবাগানে পাতা ঝাড়ু দিতে গিয়ে লাশ দেখতে পাই এবং সবাইকে জানায়।

    মৃত এই নারীর একমাত্র ছেলে জার্মান আলী জানান, লোকমুখে খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। আমার মায়ের হত্যার কারন সম্পর্কে কিছুই আমার জানা নেই।

    শলুয়া ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মাসুম জানায়,আমাকে কেউ একজন ফোন করে লাশের ব্যাপারে জানায়,পরে চৌকিদার ডেকে পাহাড়ার ব্যবস্থা করি। তিনিও হত্যার কারন সম্পর্কে তেমন কিছুই বলতে পারেননি।

    চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরে আলম ও চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ড বলেন, আকলিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728