Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    রাজশাহীর চারঘাট উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন নিম্নআয়ের মানুষদের মাঝে চাল বিতরণ করছে স্থানীয় প্রশাসন ও সেনা সদস্যরা।

    জানা গেছে, জিআর (চাউল) মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় রাজশাহীর চারঘাট উপজেলার ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে হতদরিদ্রদের সংকট মোকাবেলায় ২৮ টন চাল বরাদ্দ এসেছে। বরাদ্দকৃত চাল প্রথম ধাপে ২ হাজার ৮০০ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ শুরু করা হয়েছে।

    মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় এসব চাল বিতরণ করা হয়।

    চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা সামিরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিম আহমেদ এবং সেনাবাহিনীর কয়েকটি ইউনিটের সদস্যরা উপজেলার বিভিন্ন গ্রামে এসব ত্রাণ পৌঁছে দেন।

    এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ চারঘাট উপজেলা খাদ্য গুদামে গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে বরাদ্দকৃত চাল হস্তান্তর করেন। এসময় কিছু চালের বস্তার ওজন পরিমাপ করে দেখা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা জানান, কর্মহীন দরিদ্র ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে চাল পৌঁছে দিয়েছি। পর্যায়ক্রমে উপজেলার ২ হাজার ৮০০ পরিবার ১০ কেজি করে চাউল পাবে। কাউকে যেনো ঘর থেকে বের হতে না হয় এজন্যই সরকারী নির্দেশনা মেনে ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছি। সবাইকে সরকারী নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728