Header Ads

  • সর্বশেষ খবর

    অপ্রয়োজনে চলাফেরা করায় বানেশ্বর বাজারে ২১ হাজার টাকা অর্থদন্ড


    পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট-বাজারে, কিছু দোকানপাট খুলা রাখায় ও রাস্তায় একসঙ্গে একাধিক লোক অপ্রয়োজনে চলাফিরা করায় বিশেষ অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা প্রসাশন। মঙ্গলবার সকাল ১০ টা এ অভিযানকালে বিভিন্ন বালুবাহি  ট্রাক, ভ্যান ও মটোরসাইকেল চালককে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সর্বমোট ২১ হাজার চারশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

    মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওলিউজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রুমানা আফরোজ এবং অভিযানে সহায়তা করেন পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী ও তার পুলিশ সদস্য বৃন্দ।
    সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ জানান, আমরা মঙ্গলাবার বানেশ্বর হাট চলাকালিন সময় সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান স্যার এর সাথে থেকে সকল দোকানদারদের দোকান বন্ধ করে দিই। এবং অপ্রয়োজনে যারা বাড়ি থেকে বানেশ্বর হাট বাজারে, রাস্তায় এবং বিভিন্ন যানবাহন নিয়ে রাস্তায় বের হয়েছে তাদেরকে ভ্র্যামমান আদালত পরিচালনা করে বিভিন্ন পরিমান অর্থদন্ড করা হয়। #

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728