Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে বসত বাড়িতে গাঁজা চাষ, গ্রেপ্তার বাড়ির মালিক


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    রাজশাহীর চারঘাটে আমজাদ আলী নামে একজন ব্যাক্তি নিজের বসত বাড়ির টয়লেটের পাশে গাঁজা চাষ করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব মিয়াপুর গ্রামে বাড়ির পাশে চাষ করা গাঁজার গাছসহ বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার সন্ধ্যায় এস আই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে আমজাদ আলী (৫৭) মিয়াপুর নিজ বাড়ির টয়লেটের পাশে ০২/০৩ ফুট উচ্চ তিনটা চাষকৃত গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করেছে। আমজাদ আলী পৌরসভার পূর্ব মিয়াপুর গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে।

    এই ব্যাপারে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু জানায়, সে দীর্ঘদিন যাবত গোপনে গাঁজা চাষ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি গাঁজা গাছ উদ্ধার ও চাষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজাদ আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728