Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    “প্রজন্ম হোক সমতার,সকল নারীর অধিকার’’ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর চারঘাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

    রবিবার (৮ মার্চ) উপজেলা পরিষদের বিআরডিবি হল রুমে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

    এরআগে নারীর সম-অধিকার ও ক্ষমতায়ন ,অর্থনৈতিক মুক্তি এবং নারী শিক্ষা’র দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

    এতে অংশগ্রহণ করে বে-সরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট, এসিডিসহ বিভিন্ন প্রকল্পের নারী প্রশিক্ষণ কর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

    ১৯৭৫ সালের এই দিনে নারী দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। জাতিসংঘ দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায়। নারীর সম-অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভিপ্সা নিয়ে সেই থেকে গোটা বিশ্বে এই দিবসটি পালিত হচ্ছে বলে সভায় জানান বক্তারা।

    মানববন্ধন ও আলোচনা সভায় উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা পারভীন, চারঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুজ্জামান, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা কো-অডিনেটর আশরাফুল ইসলামসহ প্রমুখ।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728