Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সভা অনুষ্ঠিত


    সারদা ইউনিয়ন দি হাঙ্গার প্রজেক্টের বাল্যবিবাহ প্রতিরোধ ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে
    আজ বৃহস্প্র‌তিবার বিকাল ৩:৩০‌মি‌নি‌টে রাজশাহী জেলার চারঘাট উপ‌জেলার সরদহ ইউ‌নিয়‌নের প‌শ্চিম ঝিকরা উচ্চ বিদ্যাল‌য়ে অ‌ভিভাবক সভা অনু‌ষ্ঠিত হয়।
    বাল্যবিবাহ ও জনসচেতন  শিক্ষারমান  উন্নয়নের বিষয়ক ও
    কন্যা‌শিশু‌দের জন্য নিরাপদ বিদ্যালয় ক্যাম্পই‌নের ল‌ক্ষে শিশু‌বিবাহ প্র‌তি‌রোধ, যৌন হয়রানী মুক্ত ও মানসম্মত শিক্ষা নি‌শ্চিত করণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় উপ‌স্থিত ছি‌লেন প‌শ্চিম ঝিকরা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা (সভাপ‌তি),অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মোজা‌ম্মেল হক, মোঃ কোরবান আলী, মোঃ সাইদার রহমান, রুনী বেগম, মোসাঃ সুমাইয়া খাতুন , মোসাঃ সে‌লিনা বেগম, শ্রী ম‌তি মায়া রাণীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অ‌ভিভাবক সভা‌টি পরিচালনা করেন, দি হাঙ্গার প্র‌জেক্ট এর উপ‌জেলা সমন্বয়কারী মোঃ আশরাফুল ইসলাম সরকার ও ক‌মিউ‌নি‌টি  ফ্যা‌সি‌লি‌টেটর মোসাঃ রিয়া খাতুন । প‌শ্চিম ঝিকরা উচ্চ বিদ্যাল‌য়ের আ‌য়োজ‌নে ও দি হাঙ্গার প্র‌জেক্ট এর সহ‌যো‌গিতায় অ‌ভিভাবক সভায় ৫০ জন নারী ও ১৫ পুরুষ উপ‌স্থিত ছি‌লেন।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728