চারঘাটে শিক্ষার্থীদের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা মামুন
নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর চারঘাট উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে পড়ুয়া অসহায় শিক্ষার্থীদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন।
মহামারী করোনাভাইরাসে যখন, গাড়ি, সিএনজি, দোকান পাট সবকিছু বন্ধ তখন অসহায় হয়ে ঘর মুখো হয়ে পড়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। ঠিক তখন উপজেলা যুবলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন অসহায় শিক্ষার্থীর পরিবারে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী।
তিনি গত কয়েকদিন থেকে প্রায় ২’শতাধিক পরিবারের বাড়ি গিয়ে ঘরে ঘরে রাতের আধারে অসহায় দিনমজুর রিক্সা চালক, জেলে, কৃষক পরিবারের শিক্ষার্থীদের মাঝে চাল, ডাল, পেঁয়াজ, আলু ও তেল পৌঁছে দিয়েছেন।
চারঘাট পৌরসভার একাধিক বাসিন্দা বলেন, যখন বেকার হয়ে পড়েছি চেয়ারম্যান, মেম্বার খবর না নিলেও মামুন ভাই খবর নিয়েছে, আমাদের চাল, ডাল, আলু, পেঁয়াজ, সাবান তেল, দিয়েছে। এতে আমাদের বেশ উপকার হয়েছে।
যুবলীগ নেতা কাজী মাহমুদুল হাসান মামুন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়া, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোঁয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে করে খেটে খাওয়া অসহায় ও দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। পরিবারে পড়ুয়া শিক্ষার্থী আছে এরকম প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। কারণ তাদের পড়াশোনার কোনো ব্যাঘাত যেনো না ঘটে। তার ব্যক্তিগত উদ্যোগে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

No comments