Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে খাদ্য সামগ্রী বিতরণ করলো ডা. আলাউদ্দিনের পরিবার


    নিজস্ব প্রতিবেদক, চারঘাট:
    করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় সবচেয়ে বেশি কষ্টে আছে সমাজের কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এ পরিস্থিতিতে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর চারঘাট উপজেলার মরহুম ডা. আলাউদ্দিন পরিবার।

    চারঘাটে উপজেলায় মরহুম ডা. আলাউদ্দীন পরিবারের দীর্ঘ দিনের সুনাম রয়েছে। যেকোন দূর্যোগ কিংবা অভাব অনটনে সব সময়ই মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন এ আলাউদ্দিন পরিবারের সদস্যরা।

    মরহুম ডা. আলাউদ্দিন আওয়ামী লীগ সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি সাধারন মানুষের কাছে দানশীল হিসাবে পরিচিত ছিলেন। তার মৃত্যুর পরে তার সূযোগ্য সন্তানরাও বাবার মত যেকোনো বিপদে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন।

    সামাজিক দূরত্ব বজায় রেখে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার এক হাজার মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ডা. আলাউদ্দিন পরিবারের সদস্যরা। এসময় বাড়িতেও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

    খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ২কেজি চিনি, ২কেজি আটা, ২কেজি লবণ ও ১কেজি তেল।

    ত্রান বিতরন কার্যক্রম পরিদর্শন করেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা। তিনি সামাজিক দুরুত্বের বিষয়টি নিশ্চিত করেন।

    এসময় মরহুম ডা. আলাউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বাদশা, আকতারুজ্জামান রনি, মাহাবুব আলম মোহনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

    মরহুম ডা. আলাউদ্দিনের ছেলে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম বাদশা বলেন, করোনাভাইরাস প্রভাবে আমাদের এলাকার অনেক দিনমজুর ও অভাবগ্রস্ত মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। আমাদের পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে এক হাজার অসহায় দুস্থ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে। আমাদের এ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728