Header Ads

  • সর্বশেষ খবর

    ত্রাণ নয় উপহার পাঠালেন চারঘাট যুবলীগ নেতা সৈকত


    নিজস্ব প্রতিবেদকঃ
    করোনাভাইরাসের কারণে রাজশাহীর চারঘাটের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের ঘরে ঘরে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিলেন যুবলীগ নেতা সৈকত ইসলাম।

    বুধবার চারঘাটের বিভিন্ন এলাকায় ১০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।

    প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু,তেল, পেঁয়াজ, লবণ, দেওয়া হয়। নিজে ও যুবলীগ সদস্যদের সহায়তায় অসহায় মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

    দুর্যোগকালীন সময়ে মানুষের সহযোগিতা করতে গিয়ে যেন জটলা না হয়ে ঝুঁকি না বৃদ্ধি পায় সেজন্য যুবনেতা সৈকত ইসলাম সুশৃঙ্খল নেতৃত্বে প্রতি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।

    এ উদ্যোগের কারণ জানতে চাইলে সৈকত ইসলাম জানান, সরকার সচেতনতা বৃদ্ধিতে দেশে লকডাউনের নির্দেশনা দিয়েছে। লকডাউনের কারণে দুস্থ মানুষগুলো খাবার সংকটে পড়েছে। কর্মজীবী মানুষ তার কর্মস্থল বন্ধ থাকার কারণে ঘরে বসে থাকতে হচ্ছে। তাই এই সংকটময় সময়ে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার ভাইয়ের নির্দেশে দরিদ্র, ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছি। পর্যায়ক্রমে আমাদের এ উপহার বিতরণ অব্যাহত থাকবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728