Header Ads

  • সর্বশেষ খবর

    চারঘাটে সামাজিক দুরুত্ব বজায় রাখতে কঠোর অবস্থানে পুলিশ


    আব্দুল মতিন, চারঘাট:
    করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার কার্যক্রম চলছে। নিষিদ্ধ করা হয়েছে, অপ্রয়োজনে বাড়ির বাইরে এসে হাট-বাজার,চায়ের দোকান,কিংবা গুরুত্বপূর্ণ মোড়ে জনসমাগম। ওষুধ ও নিত্যপণ্যের দোকান ব্যতিত সব রকম দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। তবে এসব নির্দেশনা মানছে না অনেকেই।

    তাই জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বাজায় রাখা ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে চারঘাট মডেল থানা পুলিশ মাঠে কঠোর অবস্থান নিয়েছে।

    রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসানের নির্দেশনায় ও চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজার, সড়ক-মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে জনগণকে সচেতন করতে কাজ করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

    পুলিশ জানায়, গত দুই দিনে চারঘাট থানাধীন ইউসুফপুর, ঝিকড়া, শলুয়া, ডাকরা, সরদহ, হলিদাগাছি, চারঘাট সদরসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়।

    সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও অহেতুক ঘোরাফেরা করার কারনে ১৭ জন জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

    এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরহাদ আলীর নেতৃত্বে এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্স থানাধীন মহিলা রোড, ট্রাফিক মোড় ও চারঘাট বাজারে চেকিং ডিউটি পরিচালনা করে। চেকিংকালে ০৮টি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়। এছাড়াও ০২ টি মোটরসাইকেল আটক করা হয়।

    চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ সমিত কুমার কুন্ডু বলেন, পুলিশের একাধিক টিম সকাল-সন্ধ্যা মাঠে অবস্থান করছে।

    উপজেলাসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাইকিং করে সাধারণ মানুষকে বাইরে অহেতুক ঘোরাফেরা না করতে সচেতন করা হচ্ছে। এরপরেও মানুষের সমাগম দেখলেই সেখানে দ্রুত এলাকা ত্যাগ করে ঘরে থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। এ ছাড়াও প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা থামিয়ে যাত্রী ও চালকদের মাস্ক, হ্যান্ড গ্লোভস আছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

    তিনি আরো বলেন, করোনা ঠেকাতে সরকারী নির্দেশনা মানতে হবে। যারা সরকারী আইন অমান্য করে অহেতুক রাস্তায় ঘোরাফেরা করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728