চারঘাটে নিজ উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের পাশে ব্যাংক কর্মকর্তা সমীরণ কুমার
মোঃ সজিব ইসলাম,চারঘাটঃ করোনা ভাইরাসে স্তব্দ পুরো বাংলাদেশ। করুন সময় পার করছে যারা দিন এনে দিন খায় সেই মানুষগুলো। সেই অসহায় দারিদ্র মানুষের ভালোবাসার টানে
চারঘাটে নিজ
উদ্যোগে অর্ধশতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল-ডাল ও তেল বিতরণ করেছেন জনতা ব্যাংক লিমিটেড পুঠিয়া উপজেলার বানেশ্বর শাখার ব্যবস্থাপনা পরিচালক সমীরণ কুমার ঘোষ।
শুক্রবার (০ ৩ এপ্রিল ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চারঘাট উপজেলার, শলুয়া,ঘোষপাড়া গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শলুয়া ঘোষপাড়া মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ, চারঘাট উপজেলা ছাত্রলীগের
যুগ্ন সাধারন সম্পাদক মোঃ বজলুল করিম,এছাড়াও ওই এলাকার আরও উপস্থিত ছিলেন,
লক্ষণ কুমার ঘোষ,মন্টু চরণ দাস সহ আরও অনেকে।
খাদ্যসামগ্রী নিতে আসা অসহায় এক দিনমজুর জয়দেব ঘোষ বলেন, করোনা আতঙ্কের জন্য ঘর থেকে বের হতে পারছি না । ঘরে দুইদিনের খাবারও জমা নাই । ব্যাংক ম্যানেজার এর এই সুন্দর উদ্যোগের জন্য আমরা এই চাল ডাল খেয়ে কয়েকটা দিন পার করতে পারবো।
এসময় চারঘাট উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল করিম বলেন,
করোনা থেকে রক্ষা পেতে সচেতনতা অবলম্বন করে সকলকে বাড়িতে থাকতে হবে। এর কোন বিকল্প নেই।
জনোনেত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা মেনে চলতে হবে সবাই কে।
খাদ্য সামগ্রী বিতরনকারী সমীরণ কুমার ঘোষ,
বলেন, আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করতে হবে, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।এছাড়াও সবাইকে নিজ নিজ উদ্যোগে যতটুকু সম্ভব সহযোগীতা করার আহ্বান জানান তিনি।

No comments