বনানীতে রুট নির্ধারণের দাবিতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, ছয় ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ
![]() |
সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। |
নিজস্ব প্রতিবেদক:
রুট নির্ধারণের দাবিতে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা। টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ অবরোধে বনানী এলাকায় সড়ক যোগাযোগ কার্যত অচল হয়ে পড়ে।
সিএনজি চালকদের এ আন্দোলনের কারণে বনানী এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পথচারী ও অফিসগামীরা।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, “দুপুর ১২টার পর থেকে চালকরা বিআরটিএ ভবনের সামনে সড়কে বসে পড়েন। তারা রাস্তা ছাড়তে রাজি হচ্ছেন না। আমরা চেষ্টা করছি পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে।”
অবরোধকারীরা জানায়, রুট নির্ধারণে সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহার করবেন না বলেও জানান তারা।
তবে আন্দোলনকারীরা মানবিক বিবেচনায় কিছু যানবাহন যেমন অ্যাম্বুলেন্স ও বিমানবন্দরগামী গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছেন বলে জানা গেছে। কিন্তু অন্যান্য সাধারণ যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে।
এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত (সন্ধ্যা ৬টা) আন্দোলন অব্যাহত রয়েছে, এবং বনানীর আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা যাচ্ছে।
আপনার অনলাইন পত্রিকার জন্য প্রয়োজনে এই প্রতিবেদন কাস্টমাইজ বা আপডেট করে দিতে পারি। চাইলে ফেসবুক পোস্ট বা থাম্বনেইল টেক্সটও তৈরি করে দিচ্ছি।
No comments