Header Ads

  • সর্বশেষ খবর

    ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, শাহ মেডিকেল হলে ৫০ হাজার টাকা জরিমানা

     

    ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি, শাহ মেডিকেল হলে ৫০ হাজার টাকা জরিমানা


    কুমিল্লা প্রতিনিধি:

    মাত্র ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি করায় কুমিল্লার রাজগঞ্জ এলাকার শাহ মেডিকেল হল নামক একটি ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


    রোববার (১৩ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, উক্ত প্রতিষ্ঠানটি ওষুধের নির্ধারিত খুচরা মূল্য (MRP) উপেক্ষা করে ভোক্তার কাছ থেকে প্রতারণামূলকভাবে অতিরিক্ত দাম আদায় করছে।


    এ বিষয়ে সহকারী পরিচালক কাউছার মিয়া বলেন,

    ৯ টাকার ওষুধ ৮০ টাকায় বিক্রি করা স্পষ্টতই প্রতারণা। এমন অনৈতিক কাজ কখনোই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান কুমিল্লা নগরীসহ আশপাশের এলাকায় অব্যাহত থাকবে।”


    অভিযানে সহায়তা করেন কুমিল্লা জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন, এবং কুমিল্লা জেলা পুলিশের একটি টিম।


    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, গ্রাহকের অধিকার নিশ্চিত করতে এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728