Header Ads

  • সর্বশেষ খবর

    অবশেষে নন্দনগাছী রেলস্টেশনে থামল ট্রেন, খুলল দীর্ঘদিনের স্বপ্নের দরজা

     

    অবশেষে নন্দনগাছী রেলস্টেশনে থামল ট্রেন, খুলল দীর্ঘদিনের স্বপ্নের দরজা


    নিজস্ব প্রতিবেদক (চারঘাট, রাজশাহী):

    দীর্ঘ অপেক্ষা, অনবরত আন্দোলন আর অগণিত মানুষের প্রার্থনার ফল অবশেষে মিলল। রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে অবশেষে থামল ট্রেন। ১১ জুন মঙ্গলবার দুপুর ৩টা ৫ মিনিটে 'ঈশ্বরদী এক্সপ্রেস' ট্রেনটি প্রথমবারের মতো এই স্টেশনে থেমে যাত্রী ওঠানামার মাধ্যমে খুলে দিল নন্দনগাছীবাসীর বহুদিনের স্বপ্নের দরজা।

    এই ঐতিহাসিক মুহূর্তটি স্মরণীয় করে রাখতে স্টেশনে উপস্থিত হন শত শত মানুষ। ট্রেন থামার খবর শুনেই চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। রেলস্টেশন এলাকায় যেন সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। স্টেশনের টিকিট কাউন্টার খুলে দেওয়া হয়, শুরু হয় টিকিট বিক্রি। কেউ কেক কাটেন, কেউ উল্লাসে মেতে ওঠেন—দীর্ঘদিনের দাবির বাস্তবায়নকে ঘিরে পুরো এলাকা রূপ নেয় আনন্দমেলায়।

    স্থানীয়রা জানান, বহু বছর আগে এখানে ট্রেন থামলেও সময়ের ব্যবধানে তা বন্ধ হয়ে যায়। এরপর নন্দনগাছীতে ট্রেন থামানোর দাবিতে বিভিন্ন সময়ে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ করা হয়। রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়ার হাজারো মানুষ স্বাক্ষর সংগ্রহ করে পাঠায় রেলওয়ে কর্তৃপক্ষের কাছে। অবশেষে তাদের স্বপ্ন সফল হলো।

    আন্দোলনে অংশ নেওয়া অনেকেই বলেন, "এটা শুধুমাত্র একটি রেলস্টেশন চালু হওয়ার ঘটনা নয়—এটি চারঘাটবাসীর বহুদিনের প্রত্যাশার বাস্তব রূপ। আমরা এই সাফল্যে গর্বিত। রেল কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।"

    পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিভ সুপারিনটেনডেন্ট আব্দুল আওয়াল জানান, “আগামীতে যাত্রীদের চাহিদা ও অভিজ্ঞতা অনুযায়ী ট্রেনের সেবা আরও উন্নত করা হবে। এলাকাবাসীর মতামত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে।”

    এদিকে ঈশ্বরদী এক্সপ্রেস ট্রেনের যাত্রীবাহী এই রুট চালুর খবর শুনে জেলা বিএনপি আহবায়ক নেতা ও আবু সাইদ চাঁদ বলেন, "আমরা রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। মানুষের বহুদিনের দাবি পূরণ হয়েছে, এটি অত্যন্ত আনন্দের সংবাদ।"

    আগামী মাস থেকে পূর্ণাঙ্গ যাত্রী বহন করে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে বলে জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে।

    চারঘাটের নন্দনগাছী রেলস্টেশন এখন শুধু একটি স্টেশন নয়, এটি একটি বিজয়ের প্রতীক। মানুষের ঐক্য, চেষ্টা আর আন্দোলনের সফল ফসল। এই ট্রেন থামার ঘটনা শুধু রেল যোগাযোগই সহজ করবে না, বরং এ অঞ্চলের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা ও জীবনমানেও নতুন গতি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।#

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728